জাতীয় বেতনস্কেল ২০১৫ | ৮ম জাতীয় বেতন স্কেল গেজেট | Pay Scale 2015 PDF
জাতীয় বেতন স্কেল বা পে স্কেল হচ্ছে সকল সরকারি কর্মচারীদের বেতন ও ভাতাদি সংক্রান্ত যাবতীয় বিধি বিধান যে আদেশে বা গেজেটের মাধ্যমে অন্তর্ভুক্ত করা থাকে তাকে সাধারণত আমরা জাতীয় বেতন স্কেল বা পে স্কেল বলে থাকি। বাংলাদেশে সর্বশেষ জাতীয় বেতন স্কেল বা পে স্কেল জারি কারি করা হয় ১৫ ডিসেম্বর ২০১৫ ইং তারিখে।
বি:দ্র: জাতীয় বেতন স্কেল ২০১৫ গেজেটের কিছু গুরুত্বপূর্ণ অংশ গুলো আমরা এই পোস্টের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। যদি আপনাদের জাতীয় বেতন স্কেল ২০১৫ বিস্তারিত গেজেটটি প্রয়োজন হয় তাহলে কষ্ট করে পেস্টে উল্লেখিত ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন।
জাতীয় বেতন স্কেল ২০১৫ PDF (Pay Scale 2015 PDF) সহ জাতীয় বেতন স্কেল ২০০৯ PDF (Pay Scale 2009 PDF) আপনারা ডাউনলোড করতে পারবেন বিডি এডুকেশন লাইফ থেকে। বিডি এডুকেশন লাইফে আপনারা নিয়মিত সরকারি সকল পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নীতিমালাসহ সার্বিক তথ্য আপলোড করে থাকে। তাই নিয়মিত তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।
শিরোনাম: (১) এই আদেশ চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ নামে অভিহিত হইবে।
সংজ্ঞা: (ক) “জাতীয় বেতনস্কেল ২০১৫” অর্থ এই আদেশের অনুচ্ছেদ ৩ এ উল্লিখিত জাতীয বেতনস্কেল;
(খ) “বর্তমান বেতন” অর্থ ৩০ জুন ২০১৫ তারিখে প্রাপ্ত বা প্রাপ্য মূল বেতনসহ সরকার কর্তৃক, সময় সময়, জারিকৃত আদেশাবলী অনুসারে কোন পদের বা কাজের সহিত সম্পৃক্ত ব্যক্তিগত বেতন বা ব্যক্তিগত ভাতা ব্যতীত অন্যান্য র্বক্তিগত বেতন বা ভাতা, যদি থাকে;
(গ) “বর্তমান বেতনস্কেল” অর্থ চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০০৯ এর অধীন জাতীয় বেতনস্কেল;
(ঘ) “মূল স্কেল” “সিলেকশন গ্রেড স্কেল”, “সিনিয়র স্কেল” বা “উচ্চতর স্কেল (টাইম স্কেল)” অর্থ বর্তমান বেতনস্কেলে, যথাক্রমে, পদের মূল স্কেল, সিলেকশন গ্রেড স্কেল, সিনিয়র স্কেল বা উচ্চতর স্কেল (টাইম স্কেল)।
জাতীয় বেতনস্কেল ২০১৫
০১ জূলাই ২০১৫ তারিখের অব্যবহিত পূর্বে বিদ্যমান পদসমূহের বর্তমান বেতনস্কেল বিলুপ্ত হইবে, এবং উক্ত তারিখ হইতে বর্তমান বেতনস্কেলের প্রতিটি স্কেলের বিপরীতে নিম্নবর্ণিত অনুরূপ স্কেল (Corresponding Scale) কার্যকর হইবে যথা:-
উপ-অনুচ্ছেদ (১) এ যাহা কিছুই থাকুক না কেন, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব ও সমমর্যাদার পদের বেতন হইবে ৮৬০০০ টাকা (নির্ধারিত) এবং সিনিয়র সচিব ও সমমর্যাদার পদের বেতন হইবে ৮২০০০ টাকা (নির্ধারিত)।
জাতীয় বেতন স্কেল ২০১৫ গেজেট ডাউনলোড করুন
জাতীয় বেতন স্কেল ২০০৯ গেজেট ডাউনলোড করুন
জাতীয় বেতন স্কেল ২০১৫ ধাপ – ৮ম জাতীয় পে-স্কেলের ধাপ সমূহ
জাতীয় বেতন স্কেল ২০১৫ বা ৮ম পে-স্কেল এর ধাপ সমূহের শুরু হয়েছে ৮২৫০ থেকে ৭৮০০০ টাকা পর্যন্ত নির্ধারিত। নিম্নে জাতীয় বেতন স্কেল ২০১৫ ধাপসমূহ উল্লেখ করা হলো:

জাতীয় বেতনস্কেল ২০১৫ এর প্রাপ্যতা
৩০ জুন ২০১৫ তারিখে বা উহার পূর্বে কোন কর্মচারী সংশ্লিষ্ট পদে যে মূল স্কেল, ব্যক্তিগত স্কেল, সিলেকশন গ্রেড স্কেল, সিনিয়র স্কেল বা উচ্চতর স্কেল (টাইম-স্কেল) পাইতেছিলেন, তিনি ১ জুলাই ২০১৫ তারিখ হইতে অনুচ্ছেদ ৩(১) এ বর্ণিত তাহার সংশ্লিষ্ট বর্তমান বেতনস্কেলের বিপরীতে প্রদর্শিত জাতীয় বেতনস্কেল ২০১৫ এর অনুরূপ স্কেল প্রাপ্য হইবেন;
তবে শর্ত থাকে যে, সরকার কর্তৃক সময় সময় জারিকৃত আদেশ অনুযায়ী যিনি এই আদেশ সরকারি গেজেটে প্রকাশের তারিখের পূর্বদিন পর্যন্ত (অর্থাৎ ১৪ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত) উচ্চতর স্কেল (টাইম স্কেল বা সিলেকশন গ্রেড স্কেল) পাইবার অধিকারী, তিনি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০০৯ এর আদেশের অনুচ্ছেদ ৬ ও ৭ এর বিধান ও শর্ত সাপেক্ষে উহা প্রাপ্য হইবেন।

জাতীয় বেতন স্কেল ২০১৫ গেজেট ডাউনলোড করুন
জাতীয় বেতন স্কেল ২০০৯ গেজেট ডাউনলোড করুন
জাতীয় বেতনস্কেল ২০১৫ এ বেতন নির্ধারণ
যে কর্মচারী বর্তমান বেতনস্কেলে পদের মূল স্কেল, সিনিয়র স্কেল, সিলেকশন গ্রেড স্কেল, ব্যক্তিগত স্কেল অথবা উচ্চতর স্কেল (টাইম স্কেল) পাইতেছিলেন, তাহার বেতন বর্তমান বেতনস্কেলের অনুরূপ জাতীয় বেতনস্কেল ২০১৫ এ অনুচ্ছেদ ৪ এর শর্তাধীনে এবং নিম্নবর্ণিত পদ্ধতিতে নির্ধারিত হইবে

বেতন নির্ধারণের পর বার্ষিক বেতনবৃদ্ধি Increment জাতীয় বেতন স্কেল ২০১৫

চাকরিতে প্রথম নিয়োগ প্রাপ্তি বেতন,জাতীয় বেতন স্কেল ২০১৫
চাকরিতে প্রথম নিয়োগ প্রাপ্তি বেতন,জাতীয় বেতন স্কেল ২০১৫
জাতীয় বেতন স্কেল ২০১৫ স্পষ্টিকরণ “পরিপত্র” ডাউনলোড করুন এখান থেকে
জাতীয় বেতনস্কেল ২০১৫ গ্রেড নং,বেতন স্কেল,পূর্ণ বেতন পাওয়ার জন্য প্রয়োজনীয় চাকরির মেয়াদ

ভাতাদির প্রাপ্যতা
(১) ১ জূলাই ২০১৬ তারিখ হইতে প্রযোজ্য ক্ষেত্রে বর্ধিত হারে বা ক্ষেত্রমত টাকার অংকে নির্ধারিত ভাতাদি প্রদেয় হইবে।
(২) ১ জুলাই ২০১৫ তারিখ হইতে ৩০ জুন ২০১৬ তারিখ পর্যন্ত সময়কালে নব নিয়োগপ্রাপ্ত কর্মচারীগণ জাতীয় বেতনস্কেল ২০১৫ অনযায়ী প্রাপ্য বেতন আহরণ করিবেন এবং অন্যান্য সকল ভাতাদি ৩০ জুন ২০১৫ তারিখে নিয়োগপ্রাপ্ত হইলে যে হারে ভাতাদি প্রাপ্ত হইতে সেই হারে ৩০ জুন ২০১৬ তারিখ পর্যন্ত আহরণ করিবেন।
(৩) অনুচ্ছেদ ৫ এর দফা (ঘ) এর উল্লিখিত ব্যক্তিগত বেতন ব্যতীত অন্যান্য ব্যক্তিগত বেতন, ব্যক্তিগত ভাতা, অস্থায়ী ব্যক্তিগত ভাতা এবং অন্যান্য সকল অতিরিক্ত আর্থিক সুবিধাধি, উহা যে নামেই অভিহিত হউক না কেন, জাতীয় বেতনস্কেল ২০১৫ কার্যকর হইবার তারিখ হইতে রহিত করা হইল।
জাতীয় বেতনস্কেল ২০১৫ চিকিৎসা ভাতা
(১) চিকিৎসা সংক্রান্ত অন্যান্য সুবিধাদি যাহা সরকার কর্তৃক সময় সময় জারিকৃত আদেশের মাধ্যমে প্রদান করা হইয়াছে তাহা যথারীতি বলবৎ থাকিবে এবং সকল কর্মচারী মাসিক ১৫০০ (এক হাজার পাঁচশত) টাকা হারে চিকিৎসাভাতা প্রাপ্য হইবেন।
(২) ৬৫ বৎসর উর্ধ্ব অবসরভোগীগণ ও আজীবন পারিবারিক পেনশনভোগীগণের ক্ষেত্রে চিকিৎসাভাতা মাসিক ২৫০০ (দুই হাজার পাঁচশত) টাকা এবং অন্যান্য অবসরভোগীগণ ও আজীবন পারিবারিক পেনশনভোগীগণের ক্ষেত্রে মাসিক চিকিৎসাভাতা ১৫০০ (এক হাজার পাঁচশত) টাকা হইবে।
জাতীয় বেতন স্কেল ২০১৫ গেজেট ডাউনলোড করুন
জাতীয় বেতন স্কেল ২০০৯ গেজেট ডাউনলোড করুন
জাতীয় বেতনস্কেল ২০১৫ বাংলা নববর্ষ ভাতা
(১) সকল কর্মচারী আহরিত মূল বেতনের ২০% হারে বাংলা নববর্ষ ভাতা প্রাপ্য হইবেন।
(২) উপ-অনুচ্ছেদ (১) এ উল্লিখিত বাংলা নববর্ষভাতা ১৪২৩ বঙ্গাব্দ হইতে প্রবর্তিত হইবে।
(৩) মাসিক নীট পেনশন গ্রহণকারী অবসরভোগীগণ ও আজীবন পারিবারিক পেনশনভোগীগণও এই ভাতা প্রাপ্য হইবেন।
(৪) বাংলা নববর্ষ ভাতা পাইবার ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগের ১৪/১০/২০১৫ খ্রি: তারিখের ০৭.০০.০০০০.১৭৩.৪৪.০১৮.১৪-৭৮ নং প্রজ্ঞাপন অনুসরণ করিতে হইবে।
জাতীয় বেতন স্কেল ২০১৫ স্পষ্টিকরণ “পরিপত্র” ডাউনলোড করুন এখান থেকে
জাতীয় বেতনস্কেল ২০১৫ বাড়ি ভাড়া ভাতা
(১) সকল কর্মচারী চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০০৯ এর বিধান মোতাবেক ৩০ জুন ২০১৫ তারিখে আহরিত বা প্রাপ্য অঙ্কে বাড়ি ভাড়াভাতা পাইবেন।

জাতীয় বেতন স্কেল ২০১৫ গেজেট ডাউনলোড করুন
জাতীয় বেতন স্কেল ২০০৯ গেজেট ডাউনলোড করুন
জাতীয় বেতনস্কেল ২০১৫ ভ্রমণভাতা
ভ্রমণভাতার প্রচলিত বিধি-বিধান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকিবে, তবে বদলিজনিত মালামাল পরিবহণের ক্ষেত্রে ব্যক্তিগত মালামাল ০১ কিলোমিটার পরিবহণের জন্য প্রতি ১০০ কেজির ভাড়া বাবদ ০২ (দুই) টাকা প্রদেয় হইবে এবং প্যাকিং চার্জ বাবদ বিদ্যমান টাকার অংক বলবৎ থাকিবে।
জাতীয় বেতন স্কেল ২০১৫ উৎসবভাতা এবং শ্রান্তি ও বিনোদনভাতা

অনলাইনে বেতন নির্ধারণ পদ্ধতি
জাতীয় বেতন স্কেল ২০১৫ অনলাইনে বেতন নির্ধারণ পদ্ধতি নিম্নে তুলে ধরা হলো:


জাতীয় বেতন স্কেল ২০১৫ গেজেট ডাউনলোড করুন
জাতীয় বেতন স্কেল ২০০৯ গেজেট ডাউনলোড করুন
জাতীয় বেতন স্কেল ২০১৫ স্পষ্টিকরণ “পরিপত্র” ডাউনলোড করুন এখান থেকে
One Comment