বিজ্ঞান ৮ম শ্রেণি ৫ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান
বিজ্ঞান ৮ম শ্রেণি ৫ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান: প্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যে ৫ম সপ্তাহের বিজ্ঞান এ্যাসাইনমেন্ট হাতে পেয়ে গেছ। অনেকে হয়তো অ্যাসাইনমেন্ট লেখার প্রস্তুতি নিয়েছো। তো বিডি এডুকেশন লাইফ তোমাদের সহযোগিতা করার জন্য ৮ম শ্রেণি বিজ্ঞান বিষয় ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সমাধান বা উত্তর পত্র দিয়ে দিয়েছে।
যেসব অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট করতে হবে:
সপ্তম অধ্যায় (পৃথিবী ও মহাকর্ষ)
পাঠ-২ ও ৩
পাঠ ৬
একাদশ অধ্যায় (আলো)
পাঠ-১ আলোর প্রতিসরণ
পাঠ-৪-৫ প্রতিসরণের বাস্তব প্রয়োগ
পাঠ-৬-৭ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
বিজ্ঞান ৮ম শ্রেণি ৫ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট দেখুন

বিজ্ঞান ৮ম শ্রেণি ৫ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান । Class 8 Science Assignment 5th Week solution
প্রশ্ন: ১। প্রথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয় কেন ব্যাখ্যা কর।
১নং প্রশ্নের উত্তর
উত্তর: অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে ভূপৃষ্টে পড়ন্ত কোনো বস্তুর কো বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরন বলে।
মহাকর্ষ সূত্র হতে আমরা জানি কোন বস্তুর প্রতি পৃথিবীর আকর্ষন যত বেশি হবে কোন বৃদ্ধির হার তত বেশি হবে। আর আকর্ষন বৃদ্ধি পায় বস্তুর সাথে পৃথিবীর দূরত্ব যত কম হয়।
যদি অভিকর্ষজ ত্বরন, (g), মহাকষীয় ধ্রুবক (G), পৃথিবীর ভর (M) এবং পৃথিবীর ব্যাসার্ধ (R) হয় তবে মহাকর্ষ সূত্রানুসারে
যেহেতু পৃথিবী সুষম গোলক নয়, কিছুটা কমলা লেবুর মতো অর্থাৎ উত্তর ও দক্ষিন মেরু চাপানো। তাই মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ কম কিন্তু বিষুবীয় অঞ্চলে বেশি। G ও M উভয়টি অপরিবর্তনীয় তাই g এর মান পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করে অর্থাৎ ব্যাসার্ধ বেশি হলে g এর মান কমে আর ব্যাসার্ধ কম হলে g এর মান বৃদ্ধি পায়। যেহেতু মেরু অঞ্চলে ব্যাসার্ধ কম তাই সেখানে g এর মান বেশি এবং তা ৯.৮৩ মিটার/সেকেন্ড২ অপরদিকে বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ বেশি হওয়ায় g এর মান কম তা ৯.৭৮ মিটার/সেকেন্ড২।
তাই বলা যায়, পৃথিবীর স্থান ভেদে ব্যাসার্ধের ভিন্নতায় বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরন বিভিন্ন হওয়ার কারন।


প্রশ্ন: ২। পৃথিবীতে তোমার ভর ৫০ কেজি চাঁদে তোমার ওজন কমে যায় কেন ব্যাখ্যা কর।
২নং প্রশ্নের উত্তর
উত্তর: আমরা জানি, পৃথিবীতে অভিকর্ষজ ত্বরন, g এর মান ৯.৮ মিটার/সেকেন্ড২। যদি পৃথিবীতে আমার ভর ৫০ কেজি হয়, তবে পৃথিবীতে আমার ওজন হবে-
W1 = mg =৫০´৯.৮ =৪৯০ নিউটন | W1 = পৃথিবীতে আমার ওজন m = ৫০ কেজি g = ৯.৮ মি./সে.২ |
আবার আমরা জানি চাঁদ পৃথিবীর তুলনায় ছোট ফরে চাঁদ অভিকর্ষজ ত্বরন কম হয এবং তা পৃথিবীর অভিকর্ষজ ত্বরনের অংশ অর্থাৎ চাঁদ অভিকর্ষজ ত্বরন, g¢=9.8 এর । যেহেতু ভরের কোন পরিবর্তন হবে না তাই চাঁদেও আমরা ভর হবে ৫০ কেজি। এক্ষেত্রে আমার ওজন হবে-
W২ = mg¢ =৫০´১.৬৩ =৮১.৫ নিউটন | W২ = চাঁদে আমার ওজন m = ৫০ কেজি g = ৯.৮ এর =১.৬৩ মিটার/সেকেন্ড২ |
চাঁদে আমার ওজন ৪৯০ থেকে কমে ৮১.৫ নিউটন হওয়ার কারন হলো অভিকর্ষজ ত্বরনের ভিন্নতা অর্থাৎ অভিকর্ষজ ত্বরন পৃথিবীর অংশ হওয়া ওজন কমার জন্য দায়ী।


প্রশ্ন: ৩। একটি চকচকে কাচেঁর গ্লাসে কিছু পানি দাও। এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও। এবার নিচের কাজগুলো কর।
৩(১) গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা কর।
৩নং প্রশ্নের উত্তর
৩(১) উত্তর: আলো যখন এক স্বচ্ছ মাধ্যম হতে অন্য স্বচ্ছ মাধ্যমে গমন করে তখন আলোর দিক পরিবর্তনের ঘটনা ঘটে, আর দিক পরিবর্তনের ঘটনাটিকে আলোর প্রতিসরন বলে। উদ্দীপকে উল্লেখিত পানির মধ্যে নিমজ্জিত পাথর হতে আলো যখন বায়ুতে আসে তখন সোজা প্রতিসরিত না হয়ে অভিলম্ব থেকে দূরে সরে যায় অর্থাৎ দিক পরিবর্তনের ঘটনা ঘটে। ফলে, গ্লাসের উপর দিয়ে সরাসরি পাথরটিকে দেখা চেষ্টা করা হলে পাথরটি স্বস্থানে না দেখে কিছুটা উপরে দেখা যাবে। এর কারন হলো আলোর প্রতিসরন। এক্ষেত্রে প্রতিসরিত রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করলে পাথরটির একটি অবাস্তব প্রতিবিম্ব তলদেশ থেকে কিছুটা উপরে গঠিত হয়।

প্রশ্ন: ৩। একটি চকচকে কাচেঁর গ্লাসে কিছু পানি দাও। এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও। এবার নিচের কাজগুলো কর।
৩(২) কিছুটা তির্যকভাবে পাথরটিকে দেখার চেষ্টা কর।
৩নং প্রশ্নের উত্তর
৩(২) উত্তর: আলোর প্রতিসরনের ধর্ম হতে আমরা জানি আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে প্রতি সরনের সময় অভিলম্বের দিকে বেকে যায় আর ঘন মাধ্যমে থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যায়।
তীর্যকভাবে পাথরটিকে দেখার চেষ্টা করলে পাথরটিকে আরও অনেক উপরে পাথরটির একটি অবাস্তব প্রতিবিম্ব দেখা যাবে। এভাবে ক্রমাগত দৃষ্টি তীর্যক করা হলো পাথরটির প্রতিবিম্ব আরও উপরে গঠিত হবে এবং পাথরটি দেখা যাবে।
এক্ষেত্রে প্রতিসরন কোনের মান বৃদ্ধি পায় বা বেশি থাকে তাই তীর্ষকভাবে দেখা হলে পাথরটিকে উপরে দেখা যায় আর ক্রমাগত দৃষ্টি তীর্ষক করা হলে ক্রমাগত প্রতিসরন কোনের মান বৃদ্ধি জনিত কারনে প্রতিবিম্ব উপরে দিকে তৈরি হতে থাকে এবং পাথরটিকে দেখা সম্ভব হয়।

প্রশ্ন: ৩। একটি চকচকে কাচেঁর গ্লাসে কিছু পানি দাও। এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও। এবার নিচের কাজগুলো কর।
৩(৩) গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখার চেষ্টা কর। তিনটি ক্ষেত্রে কী ঘটছে ও কেন ঘটছে? ব্যাখ্যা কর।
৩নং প্রশ্নের উত্তর
৩(৩) উত্তর: গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখার চেষ্টা করা হলে পাথরটির প্রতিবিম্ব উপরে দিকে আর দেখা যাবে না। এটি পূর্ন অভ্যন্তরীন প্রতিফলনের ফলাফল।
পূর্ন অভ্যন্তরীন প্রতিফলন হলো আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় যদি এমন ভাবে আপতিত হয়, যেখানে প্রতিসরন না হয়ে একই মাধ্যমের অভ্যন্তরে প্রতিফলনের ঘটনা ঘটে।
এক্ষেত্রে আপতন কোনের মান বৃদ্ধি পেয়ে এমন একটি মানে উন্নীত হয় যখন আর প্রতিসরন ঘটা সম্ভব হয় না অর্থাৎ আলো আর চোখে পৌছাতে পারে না। পানির অভ্যন্তরে তার প্রতিফলন ঘটে। তাই গ্লাসে যে পর্যন্ত পানি আছে তার একটি নিচ দিয়ে দেখলে পাথরটির প্রতিবিম্ব বা পাথরটিকে দেখা যাবে না।

বিস্তারিত আমাদের YouTube চ্যানেলের ভিডিওতে দেখুন
সবার আগে নিয়মিত আপডেট পেতে এবং অ্যাসাইনমেন্ট এর সমাধান পেতে আমাদের সাইট টি বুকমার্ক/সেভ করে রাখুন অথবা আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে একটিভ থাকুন।
আমাদের YouTube চ্যানেলে অ্যাসাইনমেন্ট এর সমাধান পেতে ক্লিক করে সাবস্ত্রাইব করুন 😊

প্রশ্ন+উত্তর:
প্রশ্ন: পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয় কেন?
উত্তর: অনুগ্রহ পূর্বক উপরে দেখুন।
প্রশ্ন: আলোর প্রতিসরণ ?
উত্তর: অনুগ্রহ পূর্বক উপরে দেখুন।
প্রশ্ন: প্রতিসরণের বাস্তব প্রয়োগ ?
উত্তর: অনুগ্রহ পূর্বক উপরে দেখুন।
আপনি যা খুজতেছেন:
বিজ্ঞান ৮ম শ্রেণি ৫ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান,Class 8 Science Assignment 5,৮ম শ্রেণির বিজ্ঞানএ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহ,Class Eight Science Assignment 5,৮ম শ্রেনি বিজ্ঞানএসাইনমেন্ট উত্তর,Science Assignment Answer,বিজ্ঞানএ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহ,class 8 বিজ্ঞান assignment,Class 8 Science Assignment 5th week,Class 8 Science assignment 5,Science assignment 5,Science assignment 5,বিজ্ঞান৮ম শ্রেণি ৫ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট,Class 8 Science Assignment 5,৮ম শ্রেণির বিজ্ঞানএ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহ,Class Eight Science Assignment 5,৮ম শ্রেনি বিজ্ঞানএসাইনমেন্ট উত্তর,Science Assignment Answer,বিজ্ঞানএ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহ,class 8 বিজ্ঞানassignment,Class 8 Science Assignment 5th week,Class 8 Science assignment 5,Science assignment 5,Science assignment 5,বিজ্ঞান ৮ম শ্রেণি ৫ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমাধান,বিজ্ঞান সমাধান ৫ম সপ্তাহ,এসাইনমেন্ট ৫ম সপ্তাহ,৫ম সপ্তাহের এসাইনমেন্ট ৮ম শ্রেণি গণিত,class 8 assignment answer,class 8 Science assignment solution,Assignment,class 8 Science assignment,assignment class 8,assignment class 8 5th week,class 8 5th week assignment,5th week Science assignment 8,Science assignment,class Eight Science,৮ম শ্রেণীর বিজ্ঞানএসাইনমেন্ট উত্তর,class 8 Science assignment answer,বিজ্ঞান এসাইনমেন্ট,৮ম শ্রেণীর বিজ্ঞান উত্তর,class 8 Science,৮ম শ্রেণীর বিজ্ঞান সমাধান,৮ম শ্রেণির বিজ্ঞান পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট,সপ্তম শ্রেনির পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট,৮ম অ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহ,Class 8 5th week Assignment,class 8 biggan assignment,পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট,সপ্তম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট,সপ্তম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট,৮ম শ্রেনির বিজ্ঞানের উত্তর,৮ম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট,৮ম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট ৫মসপ্তাহ,class 8 biggan assignment 5,science assignment 5th week,৫ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর,৮ম শ্রেণির বিজ্ঞান পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট,সপ্তম শ্রেনির পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট,৮ম অ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহ,Class 8 5th week Assignment,class 8 biggan assignment,পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট,সপ্তম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট,সপ্তম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট,৮ম শ্রেনির বিজ্ঞানের উত্তর,৮ম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট,৮ম শ্রেণির বিজ্ঞান এসাইনমেন্ট ৫ম সপ্তাহ,class 8 biggan assignment 5,science assignment 5th week,৫ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর,পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয় কেন,আলোর প্রতিসরণ,প্রতিসরণের বাস্তব প্রয়োগ,পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন,পৃথিবী ও মহাকর্ষ