ভূগোল ও পরিবেশ ৯ম শ্রেণির ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান । Geography class 9 assignment । ভুগোল নবম শ্রেণি
ভূগোল ও পরিবেশ ৯ম শ্রেণির ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান: প্রিয় নবম শ্রেণির শিক্ষার্থীরা, আশাকরি তোমরা অনেক ভালো আছো। তোমরা নিশ্চয় জানো যে তোমাদের ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর দিয়ে দিয়েছে। তোমরা হয়তো পঞ্চম সপ্তাহের ভূগোল ও পরিবেশ এ্যাসাইনমেন্ট এর সমাধান বা উত্তর লেখা শুরু করে দিয়েছো। তো তোমরা যারা এখনো ভুগোল ৯ম শ্রেণি ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট লেখা শুরু করোনি তাদের সহযোগিতার জন্য, বিডি এডুকেশন লাইফ ভূগোল ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট সমাধান দিয়ে দিয়েছে।
ভূগোল ও পরিবেশ ৯ম শ্রেণির ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট

ভূগোল ও পরিবেশ ৯ম শ্রেণির ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান । Geography class 9 assignment
১নং প্রশ্নের উত্তর:
ভূমিকম্প কাকে বলে?
পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো কোনো অংশ প্রাকৃতিক কোনো কারণে কখনো কখনো অল্প সময়ের জন্য হঠাৎ কেঁপে ওঠে, ভূত্বকের এরূর আকস্মিক কম্পনকে ভূমিকম্প বলে। সাধারণত ভূকম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হয় আবার কখনো কিছু সময় পর পর অনুভূত হয়।
ভূমিকম্প কারণ:
১। পৃথিবীর উপরিভাগ কতকগুলো ফলক/প্লেট দ্বারা গঠিত। এই প্লেটসমূহের সঞ্চালন প্রধানত ভূমিকম্প ঘটিয়ে থাকে।
২। অগ্ন্যুৎপাতের ফলে প্লেটসমূহের উপর ভূকম্পন সৃষ্টি হয়।
৩। কোনো কারণে ভূপৃষ্ঠের অভ্যন্তরে বড় ধরনের শিলাচ্যুতি ঘটলে বা শিলাতে ভাঁজের সৃষ্টি হলে ভূমিম্পন হয়।
৪। ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে ফাটল ও ভাঁজের সৃষ্টি হয়ে ভূমিকম্প হয়।
৬। পৃথিবীর অভ্যন্তরে অত্যধিক তাপের কারণে বাষ্পের সৃষ্টি হয়। এই বাষ্প ভূত্বকের নিম্নভাগে ধাক্কা দেওয়ার ফলে প্রচন্ড ভূকম্পন অনুভূত হয়।
৭। অনেক সময় ভূগর্ভে হঠাৎ চাপের হ্রাস বা বৃদ্ধি হলে তার প্রভাবে ভূমিকম্প হয়।
৮। হঠাৎ করে হিমবাহ পর্বতগাত্র থেকে নিচে পতিত হলে ভূপৃষ্ঠ কেপে ওঠে এবং ভূমিকম্প হয়।
ভূমিকম্প ফলাফল:
১। ভূমিকম্পের ফলে ভূত্বকের মধ্যে অসংখ্য ভাঁজ, ফাটল বা ধসের সৃষ্টি হয়। নদীর গতিপথ পাল্টে যায়।
২। ভূমিকম্পের ফলে অনেক সময় সমুদ্রতল উপরে উথিত হয়, পাহাড়-পর্বত বা দ্বীপের সৃষ্টি করে। আবার কোথাও স্থলভাবে অনেক স্থান সমুদ্রতলে ডুবে যায়।
৩। ভূমিকম্পের ফলে অনেক সময় নদীর গতি পরিবর্তিত হয় বা কখনো কখনো বন্ধ হয়ে যায়। কখনো কখনো নদী শুকিয়ে যায়। আবার সময় সময় উচ্চ ভূমি অবনমিত হয়ে জলাশয়ের সৃষ্টি হয়।
৪। ভূমিকম্পের ফলে অনেক সময় পর্বতের উপর শিলাপাত হয়।
৫। ভূমিকম্পের ফরে হঠাৎ করে সমুদ্র উপকূল সংলগ্ন এলাকা জলোচ্ছ্বাস প্লাবিত হয়।
আগ্নেয়গিরি কাকে বলে?
ভূত্বকের শিলাস্তর সর্বত্র একই ধরনের কঠিন বা গভীর নয়। কোথাও নরম আবার কোথাও কঠিন। কোনো কোনো সময় ভূগর্ভের চাপ প্রবল হলে শিলাস্তরের কোনো দুর্বল অংশ ফেটে যায় বা সুড়ঙ্গের সৃষ্টি হয়। ভূপৃষ্ঠের দুর্বল অংশের ফাটল বা সুড়ঙ্গ দিয়ে ভূগর্ভের উষ্ণ বায়ু, গলিত শিলা, ধাতু, জলীয়বাষ্প, উত্তপ্ত পাথরখন্ড, কাদা,ছাই প্রভৃতি প্রবলবেগে উর্ধ্বে উৎক্ষিপ্ত হয়। ভূপৃষ্ঠে ঐ ছিদ্রপথ বা ফাটলের চারপাশে ক্রমশ জমাট বেধে যে উচু মোচাকৃতি পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয়গিরি বলে।
আগ্নেরগিরি অগ্ন্যুৎপাতের কারণ:
১। ভূত্বকে দুর্বল স্থান বা ফাটল দিয়ে ভূঅভ্যন্তরের গলিত ম্যাগমা, ধাতু প্রবলবেগে বের হয়ে অগ্ন্যুৎপাত ঘটায়।
২। যখন ভূপৃষ্ঠের চাপ কমে যায় তখন ভূগর্ভের শিলাসমূহ স্থিতিস্থাপক অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয়। এতে শিলার আয়ত বৃদ্ধি পায় । ফলে তরল পদার্থ দুর্বল স্থান ভেদ করে প্রবলবেগে উৎক্ষিপ্ত হয়ে অগ্ন্যুৎপাতের সৃষ্টি করে।
৩। কখনো কখনো ভূত্বকের ফাটল দিয়ে নদী নালা, খাল বিল এবং সমুদ্রের পানি ভূগর্ভে প্রবেশ করলে প্রচন্ড উত্তাপে বাষ্পীভূত হয়। ফলে আয়তন বৃদ্ধি পেয়ে ভূত্বক ফাটিয়ে দেয়। তখন ঐ ফাটলের ভিতর দিয়ে পানি, বাষ্প, তপ্ত শিলা প্রভৃতি নির্গত হয়ে অগ্ন্যুৎপাত ঘটায়।
৪। ভূগর্ভে নানা রাসায়নিক ক্রিয়া ও বিভিন্ন তেজস্ত্রিয় পদার্থের প্রভাবে প্রচুর তাপ বৃদ্ধি পেয়ে গ্যাসের সৃষ্টি হয়। তাতে ভূঅভ্যন্তরের চাপ বৃদ্ধি পায় এবং অগ্ন্যুৎপাত ঘটায়।
৫। ভূআন্দোলনের সময় পার্শ্বচাপে ভূত্বকের দুর্বল অংশ ভেদ করে এ উত্তপ্ত তরল লাভা উপরে উথিত হয়। এভাবে ভূআন্দোলনের ফলেও অগ্ন্যুৎপাত হয়।
আগ্নেরগিরি অগ্ন্যুৎপাতের ফলাফল:
১। অনেক সময় আগ্নেয়গিরি থেকে নির্গত পদার্থ চারদিকে সঞ্চিত হয়ে মালভূমির সৃষ্টি করে।
২। সমুদ্র তলদেশেও অনেক আগ্নেয়গিরি আছে। এ থেকে নির্গত লাভা সঞ্চিত হয়ে দ্বীপের সৃষ্টি হয়।
৩। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফরে ভূপৃষ্ঠের কোনো অংশ ধসে গভীর গহবরের সৃষ্টি হয়।
৪। মৃত আগ্নেয়গিরির জ্বালামুখে পানি জমে আগ্নেয় হ্রদের সৃষ্টি করে।
৫। আগ্নেয়গিরির নির্গত লাভা, শিলা দ্রব্য প্রভৃতি দীর্ঘকাল ধরে একটা স্থানে সঞ্চিত হয়ে পর্বতের সৃষ্টি করে। এ ধরনের পবর্তকে আগ্নেয় পর্বত বলে।
৬। অনেক সময় আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হতে হতে বিস্তত এলাকা নিম্ন সমভূমিতে পরিণত হয়।
২নং প্রশ্নের উত্তর:





সবার আগে নিয়মিত সকল অ্যাসাইনমেন্ট এর সমাধান পেতে আমাদের সাইটটি সেভ/বুর্কমার্ক করে রাখুন অথবা আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে একটিভ থাকুন
সকল অ্যাসাইনমেন্ট এর তথ্য বিস্তারিত দেখতে আমাদের YouTube চ্যানেল সাবস্ত্রাইব করে সাথেই থাকুন।

প্রশ্ন+উত্তর:
প্রশ্ন: ভূমিকম্প কাকে বলে?
উত্তর: উপরে দেওয়া আছে। অনুগ্রহ পূর্বক উপরে দেখুন।
প্রশ্ন: ভূমিকম্প কারণ কি?
উত্তর: উপরে দেওয়া আছে। অনুগ্রহ পূর্বক উপরে দেখুন।
প্রশ্ন: ভূমিকম্প ফলাফল বর্ণনা করো?
উত্তর: উপরে দেওয়া আছে। অনুগ্রহ পূর্বক উপরে দেখুন।
প্রশ্ন: আগ্নেয়গিরি কাকে বলে?
উত্তর: উপরে দেওয়া আছে। অনুগ্রহ পূর্বক উপরে দেখুন।
প্রশ্ন: আগ্নেয়গিরি কারণ কি?
উত্তর: উপরে দেওয়া আছে। অনুগ্রহ পূর্বক উপরে দেখুন।
প্রশ্ন: আগ্নেয়গিরি ফলাফল বর্ণনা করো?
উত্তর: উপরে দেওয়া আছে। অনুগ্রহ পূর্বক উপরে দেখুন।
প্রশ্ন: স্থুল জন্মহার নির্ণয় পদ্ধতি লিখ?
উত্তর: উপরে দেওয়া আছে। অনুগ্রহ পূর্বক উপরে দেখুন।
প্রশ্ন: অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কি?
উত্তর: উপরে দেওয়া আছে। অনুগ্রহ পূর্বক উপরে দেখুন।
প্রশ্ন: জনসংখ্যার বৃদ্ধির কারণ?
উত্তর: উপরে দেওয়া আছে। অনুগ্রহ পূর্বক উপরে দেখুন।
আপনি যা খুজতেছেন:
নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ,পঞ্চম সপ্তাহের ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট,নবম শ্রেণীর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর,নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ পঞ্চম সপ্তাহ,ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট 2,ভূগোল ও পরিবেশ নবম শ্রেণী প্রথম সপ্তাহ,৫ম সপ্তাহের নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট এর উত্তর,class 9 assignment answer,5th week assignment class 9,class 9 assignment,ভূগোল ও পরিবেশ এসাইনমেন্ট,class 9 geography,vugol asarment,shadhin tv,ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট,নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ,পঞ্চম সপ্তাহের ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট,নবম শ্রেণীর পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর,নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ পঞ্চম সপ্তাহ,ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট 2,ভূগোল ও পরিবেশ নবম শ্রেণী প্রথম সপ্তাহ,৫ম সপ্তাহের নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট এর উত্তর,,class 9 assignment answer,,5th week assignment class 9,class 9 assignment,,ভূগোল ও পরিবেশ এসাইনমেন্ট,class 9 geography,vugol asarment,5th week Geography assignment 9, ৫ম সপ্তাহের এসাইনমেন্ট ৯ম শ্রেণি গণিত, ৫ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর, ৯ম অ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহ, ৯ম শ্রেণির ভুগোল ও পরিবেশ এসাইনমেন্ট, ৯ম শ্রেণির ভুগোল ও পরিবেশ পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, ৯ম শ্রেণির ভুগোল ও পরিবেশএ্যাসাইনমেন্ট পঞ্চম সপ্তাহ, ৯ম শ্রেণীর ভুগোল ও পরিবেশ উত্তর, ৯ম শ্রেণীর ভুগোল ও পরিবেশ সমাধান, ৯ম শ্রেণীর ভুগোল ও পরিবেশএসাইনমেন্ট উত্তর, ৯ম শ্রেনি ভুগোল ও পরিবেশ এসাইনমেন্ট উত্তর, ৯ম শ্রেনি ভুগোল ও পরিবেশএসাইনমেন্ট উত্তর, ৯ম শ্রেনির ভুগোল ও পরিবেশের উত্তর, assignment, assignment class 9, assignment class 9 5th week, class 9 5th week assignment, class 9 assignment answer, class 9 biggan assignment, class 9 biggan assignment 5, class 9 Geography, class 9 Geography assignment, Class 9 Geography Assignment 5, Class 9 Geography Assignment 5th week, class 9 Geography assignment answer, class 9 Geography assignment solution, class 9 ভুগোল ও পরিবেশ assignment, class 9 ভুগোল ও পরিবেশassignment, class Six Geography, Class Six Geography Assignment 5, Geography assignment,Geography assignment 5, Geography assignment 5th week, Geography Assignment Answer,