সরকারি কর্মচারীর ভ্রমণ ভাতার নতুন প্রজ্ঞাপন ২০২২ প্রকাশ | TADA 2022 Free Download

সকল সরকারি কর্মচারীর দৈনিক ভাতা, ভ্রমন ভাতা ও বদলিজনিত ভ্রমন ভাতা পুনঃনির্ধারণ নতুন আদেশ জারী।

সরকারি কর্মচারীর ভ্রমণ ভাতার নতুন প্রজ্ঞাপন ২০২২ প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়, প্রবিধি অধিশাখা-৩। নতুন জারীকৃত প্রজ্ঞাপনে সরকারি কর্মচারীদের শ্রেণিবিন্যাস অনুযাযী অথ্যাৎ ক্যাটিগরি অনুযায়ী দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা ও বদলিজনিত ভ্রমণ ভাতার উল্লেখ করা রয়েছে। পূর্বের জারীকৃত ভ্রমণ ভাতার প্রজ্ঞাপন বাতিল পূর্বক নতুন এই প্রজ্ঞাপন ইস্যু করা হয়েছে। পুনরাদেশ না দেয়া পর্যন্ত বেসামরিক প্রশাসনের আওতাধীন সকল সরকারি কর্মচারীদের এই প্রজ্ঞাপন অনযায়ী ভ্রমণ ভাতা বিল করতে হবে। অর্থ মন্ত্রণালয় ওয়েবসাইট

সরকারি কর্মচারীর ভ্রমণ ভাতার নতুন প্রজ্ঞাপন ২০২২

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অর্থ বিভাগ,অর্থ মন্ত্রণালয়, প্রবিধি অনুবিভাগ প্রবিধি অধিশাখা-৩, স্মারক নং-০৭.০০.০০০০.১৭৩.৩৪.০০৭.১৫(অংশ-২)-৭৮, তারিখঃ ১৪/০৭/২০২২ খ্রি. জারীকৃত প্রজ্ঞাপন বলা রয়েছে। পুনরাদেশ না দেয়া পর্যন্ত বেসামরিক প্রশাসনের আওতাধীন প্রজাতন্ত্রের সকল সরকারি কর্মচারীর দৈনিক ভাতা, ভ্রমণ ভাতা এবং বদলিজনিত ভ্রমণ ভাতা ইত্যাদি নিম্নরূপভাবে পুনঃনির্ধারণ করা হলোঃ

<iframe src=”https://www.facebook.com/plugins/like.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fbdeducationlifeofficial%2F&width=450&layout=standard&action=like&size=small&share=true&height=35&appId” width=”450″ height=”35″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”></iframe>

১। সরকারি কর্মচারীর ভ্রমণ ভাতার নতুন প্রজ্ঞাপন ২০২২ (সরকারি কর্মচারীদের শ্রেণিবিন্যাসঃ)

ক্যাটিগরি-১ ৫ম গ্রেড এবং তদূর্ধ্ব গ্রেডভুক্ত কর্মচারী
ক্যাটিগরি-২ ৬ষ্ঠ থেকে ১০ম গ্রেডভুক্ত কর্মচারী
ক্যাটিগরি-৩ ১১তম থেকে ১৬তম গ্রেডভুক্ত কর্মচারী
ক্যাটিগরি-৪ ১৭তম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারী

২। সরকারি কর্মচারীর ভ্রমণ ভাতার নতুন প্রজ্ঞাপন ২০২২ (দৈনিক ভাতাঃ)

ক্যাটিগরি গ্রেড হার ব্যয়বহুল স্থান
ক্যাটিগরি-১ গ্রেড-১ ও তদূর্ধ্ব ১৪০০ ব্যয়বহুল স্থানে অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট, নারায়নগঞ্জ, ময়মনসিংহ, কক্সবাজার, গাজীপুর শহর এবং সাভার পৌর এলাকার জন্য সাধারণ হারের অতিরিক্ত ৩০%।
গ্রেড-২ এবং গ্রেড-৩ ১২২৫
গ্রেড-৪ এবং গ্রেড-৫ ১০৫০
ক্যাটিগরি-২ গ্রেড-৬ এবং গ্রেড-৭ ৯০০
গ্রেড-৮ থেকে গ্রেড-১০ ৮৭৫
ক্যাটিগরি-৩ গ্রেড-১১ থেকে গ্রেড-১৩ ৭০০
গ্রেড-১৪ থেকে গ্রেড-১৬ ৪৯০
ক্যাটিগরি-৪ গ্রেড-১৭ থেকে গ্রেড-২০ ৪০০

৩। সরকারি কর্মচারীর ভ্রমণ ভাতার নতুন প্রজ্ঞাপন ২০২২ (ভ্রমণ ভাতাঃ)

ভ্রমণের দূরত্ব এবং ধরন নির্বিশেষে (বিমান/লঞ্চ-স্টিমার/সড়করেলপথ) নিম্নরূপ হার প্রযােজ্য হবেঃ

ক্রমিক ক্যাটিগরি হার (টাকা/কি.মি.)
০১ ক্যাটিগরি-১ বিমানযােগে ভ্রমণের ক্ষেত্রে বিমান ব্যতীত ভ্রমণের ক্ষেত্রে
৩০ ১৮
ক্রমিক ক্যাটিগরি হার (টাকা/কি.মি.)
০২ ক্যাটিগরি-২ ২০০ কি.মি ও তদূর্ধ্ব দূরত্বের ক্ষেত্রে ২০০ কি.মি এর কম দূরত্বের ক্ষেত্রে
১২ ১৫
০৩ ক্যাটিগরি-৩ ও ৪

উদাহরণঃ ধরা যাক, একজন ক্যাটিগরি-১ এর কর্মচারী ঢাকা হতে রংপুর যাবেন। উক্ত কর্মচারী বিমানযােগে ঢাকা হতে সৈয়দপুর এবং বাসযােগে সৈয়দপুর হতে রংপুর ভ্রমণ করতে পারেন। এক্ষেত্রে বিমানযােগে সৈয়দপুর হয়ে ভ্রমণ করলেও তিনি ঢাকা হতে রংপুর সড়ক পথে দূরত্ব x ৩০ টাকা (প্রতি কি.মি) হারে ভ্রমণ ভাতা প্রাপ্য হবেন। তবে বিমান ব্যতীত ভ্রমণের ক্ষেত্রে প্রতি কি.মি. ১৮/- টাকা হারে ভ্রমণ ভাতা প্রাপ্য হবেন।

<iframe src=”https://www.facebook.com/plugins/like.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fbdeducationlifeofficial%2F&width=450&layout=standard&action=like&size=small&share=true&height=35&appId” width=”450″ height=”35″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”></iframe>

৪। সরকারি কর্মচারীর ভ্রমণ ভাতার নতুন প্রজ্ঞাপন ২০২২ (বদলিজনিত ভ্রমণ ভাতাঃ)

(ক) বদলিজনিত ভ্রমণের ক্ষেত্রে সরকারি কর্মচারীগণ নিজের জন্য প্রাপ্য ক্যাটিগরির ০১(এক)টি ভ্রমণ ভাতা এবং পরিবারের প্রত্যেক সহগামী সদস্যের জন্য ০১টি করে ভ্রমণ ভাতা (স্ত্রীসহ সর্বোচ্চ তিনজন) অর্থাৎ সর্বোচ্চ ০৪(চার) টি ভ্রমণ ভাতা প্রাপ্য হবেন।

(খ) সরকারি কর্মচারীগণ বদলির সময় নিজস্ব মালামাল (Personal Effect) পরিবহনের জন্য নিম্নরূপ হারে পরিবহন খরচ প্রাপ্য হবেনঃ

ক্রমিক ক্যাটিগরি নির্ধারিত পরিমাণ (Fixed Amount) (টাকা) দূরত্বের ভিত্তিতে প্রাপ্য পরিবহন খরচের হার (টাকা/কি.মি.)
একাকী ভ্রমণের ক্ষেত্রে সপরিবার ভ্রমণের ক্ষেত্রে
০১ ক্যাটিগরি-১ ১৫০০ ৩০০০ ৫০
০২ ক্যাটিগরি-২ ১২০০ ২৫০০ ৪৫
০৩ ক্যাটিগরি-৩ ৮০০ ২০০০ ২০
০৪ ক্যাটিগরি-৪ ৫০০ ৬০০

উদাহরণঃ ধরা যাক, ক্যাটিগরি-২ এর একজন কর্মচারী (সপরিবার) ঢাকা হতে টাঙ্গাইল বদলি হয়েছেন। সেক্ষেত্রে মালামাল পরিবহনের জন্য নিম্নরূপভাবে পরিবহন খরচ প্রাপ্য হবেনঃ।

নির্ধারিত পরিমাণ (Fixed Amount) + ঢাকা হতে টাঙ্গাইল দূরত্ব x হার (টাকা/কি.মি.)।

৫। গ্রেড বলতে টাইমস্কেল/সিলেকশন গ্রেড/উচ্চতর স্কেল প্রাপ্তিজনিত স্কেল গ্রেড নয়, সংশ্লিষ্ট পদের জন্য প্রযােজ্য Substantive গ্রেড বুঝাবে।

৬। একাকি বা দলগত বা ইউনিট ভিত্তিক বদলির ক্ষেত্রে ভ্রমণ ভাতা ও পরিবহন খরচ প্রাপ্যতাঃ

(ক) মালামালসহ সরকারি গাড়ীতে ভ্রমণ করলে পরিবহন খরচ এবং সংশ্লিষ্ট কর্মচারীর জন্য প্রযােজ্য ভ্রমণ ভাতা প্রাপ্য হবেন না।

(খ) মালামাল ব্যতীত সরকারি গাড়ীতে ভ্রমণ করলে বদলিজনিত ভ্রমণ ভাতা প্রাপ্য হবেন না; তবে সেক্ষেত্রে মালামাল পরিবহনের জন্য বিধি মােতাবেক পরিবহন খরচ প্রাপ্য হবেন।

(গ) সপরিবারে কর্মস্থলে অবস্থান করলে এবং পরিবারের অন্যান্য সদস্যগণ সরকারি গাড়ি ব্যবহার না করলে সংশ্লিষ্ট কর্মচারী ব্যতীত পরিবারের অন্যান্য সদস্য/সদস্যগণের জন্য বিধি মােতাবেক ভ্রমণ ভাতা প্রাপ্য হবেন।

৭। বিমানযোগে ভ্রমণের ক্ষেত্রে গন্তব্যস্থলের সাথে বিমানবন্দরের অবস্থান বাস্তবাভিত্তিক ও যুক্তিসঙ্গত হতে হবে।
৮। কর্মস্থলে নিয়মিত যাতায়াতকে ভ্রমণ হিসেবে গণ্য করে ভ্রমণ দাবি করা যাবে না।
৯। এ প্রজ্ঞাপন অনুযায়ী ভ্রমণ ভাতা, দৈনিক ভাতা, বদলিজনিত ভ্রমণ ভাতার হার সমগ্র দেশের জন্য একই হবে। কোন বিশেষ অঞ্চলের (যেমন- পার্বত্য অঞ্চল) জন্য আলাদা কোন হার প্রযোজ্য হবে না।
১০। এ প্রজ্ঞাপন জারির পরিপ্রেক্ষিতে ইত:পূর্বে জারীকৃত এতৎসংক্রান্ত অন্যান্য আদেশসমূহ অনুরূপভাবে পরিবর্তিত/সংশোধিত হয়েছে বলে গণ্য হবে।
১১। জনস্বার্থে জারীকৃত এ আদেশ ০১/১০/২০২২ খ্রি: তারিখ হতে কার্যকর হবে।

আরোও পড়ুন: জাতীয় বেতনস্কেল ২০১৫ | ৮ম জাতীয় বেতন স্কেল গেজেট | Pay Scale 2015 PDF

সরকারি কর্মচারীর ভ্রমণ ভাতার নতুন প্রজ্ঞাপন ২০২২ JPEG

TADA Final
TADA Final

<iframe src=”https://www.facebook.com/plugins/like.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fbdeducationlifeofficial%2F&width=450&layout=standard&action=like&size=small&share=true&height=35&appId” width=”450″ height=”35″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”></iframe>

TADA Final 2022
TADA Final 2022

Leave a Reply

Your email address will not be published.

Back to top button