মোবাইল কোর্ট জরিমানা আদায়কৃত অর্থ এ চালান জমাদানের পদ্ধতি | New Circular 2022

ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড বা জরিমানা টাকা চালানে জমা প্রদানের পদ্ধতি ও কোড সমূহ

মোবাইল কোর্ট জরিমানা আদায়কৃত অর্থ এ চালান জমাদানের পদ্ধতি : মোবাইল কোর্ট আইন ২০০৯ এর অধিন আদায়কৃত টাকা বা অর্থদন্ড/জরিমানা এবং অন্যান্য অর্থ এ চালান মাধ্যমে নির্দিষ্ট অর্থনৈতিক কোডে জমা প্রদানের জন্য পরিপত্র প্রকাশ করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, বাজেট অনুবিভাগ-১, বাজেট অধিশাখা-৩।

গত ১৮ জানুয়ারি ২০২২ খ্রি: তারিখের ৭৩৮ নং স্মারক মারফর ভ্রাম্যমান আদালত কর্তৃক অর্থদন্ড/জরিমানা বাবদ আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে এ-চালানের মাধ্যমে জমা প্রদানের জন্য অর্থনৈতিক কোড সহ এই পরিপত্রটি প্রকাশ করেন।

এ-চালান সিস্টেমটি বাংলাদেশ অর্থ বিভাগ কর্তৃক প্রবর্তিত একটি সিস্টেম। এ-চালান সিস্টেম ব্যবহার করে অনলাইনে অথবা যে কোন বাণিজ্যিক ব্যাংকের যে কোন শাখায় (Over the counter) সরকারি রাজস্ব বাবদ প্রাপ্ত অর্থ অতি দ্রুত এবং ঝামেলা বিহিন ভাবে সরকারি কোষাগারে জমা করা সম্ভব।

মোবাইল কোর্ট আইন ২০০৯ জরিমান টাকা এ চালানে অর্থনৈতিক কোড জমা প্রদানে পদ্ধতি

সরকারের রাজস্ব ফি ও বিভিন্ন সেবা ফি সহজে জমা প্রদানের জন্য সরকার Automated Challan System (এ-চালান) চালু করেছেন। এতে খুব সহজেই মোবাইল কোর্ট বা ভ্রাম্যমান আদালতে আদায়কৃত জরিমানা টাকা এবং অন্যান্য অর্থ সরকারি খাতে জমা দেওয়া সম্ভব।

কিভাবে ভ্রাম্যমান আদালত বা মোবাইল কোর্ট আদায়কৃত জরিমানা টাকা এ চালানে জমা করবেন

অনলাইনের মাধ্যমে জরিমান টাকা জমা প্রদানের জন্য আপনি ঘরে বসেই এ-চালান সাইটে গিয়ে সরাসরি অর্থ জমা করতে পারবেন। এছাড়াও আপনি বাংলাদেশের যে কোন বার্ণিজ্যিক ব্যাংকের যে কোন শাখায় গিয়েও জারিমানা টাকা জমা দিতে পারবেন।

এ-চালান সাইটে যেতে এখানে ক্লিক করুন

 

মোবাইল কোর্ট আইন ২০০৯ এর আওতায় আদায়কৃত অর্থ এবং বাজেয়াপ্তকৃত দ্রব্য নিলাম বিক্রয়ের অর্থ এ-চালান পদ্ধতিতে অর্থনৈতিক কোডে জমাকরণের অফিসিয়াল পরিপত্র দেখুন
Mobile Court Act 2009 Procedure for Submission of Financial Code in A Challan

 

মোবাইল কোর্ট আইন ২০০৯ মাধ্যমে পরিচালিত মোবাইল কোর্টে আদায়কৃত অর্থদন্ড/জরিমান, বাজেয়াপ্ত অর্থ এবং বাজেয়াপ্তকৃত দ্রব্য বা মালামাল বিক্রয়লব্ধ অর্থ সরাসরি সরকারি কোষাগারে জমাকরণের লক্ষ্যে অর্থনৈতিক নতুন কোডসমূহ নিচে দেওয়া হলো।

অর্থনৈতিক কোড (নতুন) ইংরেজি বাংলা
1431101 Fines জরিমান
1431103 Forfeiture বাজেয়াপ্তকরণ
1431104 Sale of confiscated items বাজেয়াপ্ত দ্রব্য বিক্রয়

 

বি:দ্র: বাজেয়াপ্তকৃত দ্রব্য বা মালামল নিলাম বিক্রয়ের ক্ষেত্রে নিলাম ক্রেতার নিকট থেকে প্রযোজ্য হারে আদায়কৃত আয়কর (কোড-১১১১১০১) ও মূল্য সংযোজন কর (কোড-১১৪১১০১) এ-চালান মাধ্যমে জমা দিতে হবে।

 

মোবাইল কোর্ট জরিমানা টাকা জমাকরণের পরিপত্র PDF

Download Now

 

সরাসরি এখান থেকে এ চালান সাইট ব্যবহার করুন

ক্লিক করুন

Mobile Court Act 2009 Procedure for Submission of Financial Code in A Challan, অটোমেটেড চালান সিস্টেম, Online Chalan Verification, Automated Challan System, iBAS, Mobile Court Act 2009, এ চালান, ই চালান, জরিমান কোড, জরিমানা জমা প্রদানের নতুন কোড, জরিমানা টাকা জমার নতুন কোড,বাজেয়াপ্ত দ্রব্য টাকা জমা প্রদানের কোড, মোবাইল কোড নতুন কোড, অর্থনৈতিক নতুন কোড,জরিমানা অর্থনৈতিক নতুন কোড, ibas.finance.gov.bd, এ চালান পরিপত্র, নতুন পরিপত্র, ভ্রাম্যমান টাকা জমার নতুন কোড, ভ্রাম্যমান জরিমানা জমার অর্থনৈতিক কোড, ভ্রাম্যমান জরিমানা নতুন পরিপত্র, Mobile Court Act 2009 Procedure for Submission of Financial Code in A Challan, অটোমেটেড চালান সিস্টেম, Online Chalan Verification, Automated Challan System, iBAS, Mobile Court Act 2009, এ চালান, ই চালান, জরিমান কোড, জরিমানা জমা প্রদানের নতুন কোড, জরিমানা টাকা জমার নতুন কোড,বাজেয়াপ্ত দ্রব্য টাকা জমা প্রদানের কোড, মোবাইল কোড নতুন কোড, অর্থনৈতিক নতুন কোড,জরিমানা অর্থনৈতিক নতুন কোড, ibas.finance.gov.bd, এ চালান পরিপত্র, নতুন পরিপত্র, ভ্রাম্যমান টাকা জমার নতুন কোড, ভ্রাম্যমান জরিমানা জমার অর্থনৈতিক কোড, ভ্রাম্যমান জরিমানা নতুন পরিপত্র, মোবাইল কোর্ট বিধিমালা ২০২২, মোবাইল কোর্ট তফসিলভুক্ত আইন কয়টি, মোবাইল কোর্ট আইন ২০০৯ ppt, মোবাইল কোর্ট আইন ২০০৯ pdf download, মোবাইল কোর্ট জব্দ তালিকা ফরম, মোবাইল কোর্ট আইন সংশোধন, মোবাইল কোর্ট নাম্বার, মোবাইল কোর্ট কি, ভ্রাম্যমাণ আদালত মোবাইল নাম্বার, ভ্রাম্যমাণ আদালত আইন ২০০৯, ভ্রাম্যমাণ আদালত ম্যাজিস্ট্রেট, মোবাইল কোর্ট বিধিমালা ২০২২, মোবাইল কোর্ট তফসিলভুক্ত আইন কয়টি, মোবাইল কোর্ট আইন ২০০৯ ppt, মোবাইল কোর্ট আইন ২০০৯ pdf download, মোবাইল কোর্ট জব্দ তালিকা ফরম, মোবাইল কোর্ট আইন সংশোধন, মোবাইল কোর্ট নাম্বার, মোবাইল কোর্ট কি, ভ্রাম্যমাণ আদালত মোবাইল নাম্বার, ভ্রাম্যমাণ আদালত আইন ২০০৯, ভ্রাম্যমাণ আদালত ম্যাজিস্ট্রেট

Leave a Reply

Your email address will not be published.

Back to top button