৬ষ্ট সপ্তাহ ৯ম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান | Nine 9 Science 6th week assignment | নবম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ট সপ্তাহের এ্যাসাইনমেন্ট উত্তর
৬ষ্ট সপ্তাহ ৯ম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর। Nine 9 Science 6th week assignment. নবম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ট সপ্তাহের এ্যাসাইনমেন্ট উত্তর
প্রিয় ৯ম শ্রেণি শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা ভালো আছো। ইতোমধ্যে তোমাদের ৬ষ্ট সপ্তাহের এ্যাসাইনমেন্ট প্রশ্নপত্র মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তর প্রকাশ করেছে। অনেকে হয়তো অ্যাসাইনমেন্ট এর কপি হাতে পাওনি। তবে তোমরা আমাদের সাইট থেকে নবম শ্রেণি বিজ্ঞান এ্যাসাইনমেন্ট ও বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর সমাধান পেয়ে যাবে। আশাকরি যারা এখনো এসাইনমেন্ট লেখা শুরু করোনি তাদের অনেক সহযোগিত হবে এই পোস্টটি।
বিজ্ঞান ৬ষ্ট সপ্তাহের নবম শ্রেণির অ্যাসাইনমেন্ট (প্রশ্নপত্র) দেখুন

ভিডিও মাধ্যমে সহজে উত্তর পত্র দেখুন
৯ম শ্রেণির ৬ষ্ট সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর/সমাধান দেখুন
৯ম শ্রেণি
বিষয়ঃ বিজ্ঞান
৬ষ্ট সপ্তাহের এ্যাসাইনমেন্ট
শিরোনামঃ অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার।
সৃজনশীল প্রশ্নের উত্তর:
(ক) যে সকল যৌগে এক বা একাধিক হাইড্রোজেন পরমানু থাকে এবং যারা পানিতে হাইড্রোজেন আয়ন (H+) উৎপন্ন করে সে সকল যৌগকে এসিড বলে।
(খ) আমরা জানি ইথানয়িক এসিডের ৫-৮% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। এদের বিয়োজন মাত্রা খুব কম। যে সকল এসিড জলীয় দ্রবণে আংশিক রূপে আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন (H+) উৎপন্ন করে সে সকল এসিডকে দুর্বল এসিড বলা হয়। আর ভিনেগারের ক্ষেত্রে বিয়োজন মাত্রা কম বলে এদের দুর্বল এসিড বলা হয়।
(গ) উদ্দীপকের (i) নং ও (ii) নং বিক্রিয়া দুটি নিচে সম্পন্ন করা হল:
- HCl(aq)+Mg(OH)2(aq)®MgCl2(aq)+H2O(l)
- HCl(aq)+Al (OH)3)aq)®AlCl3(aq)+H2O(l)
উক্ত বিক্রিয়া দুটি হচ্ছে প্রশমন বিক্রিয়া। আমরা জানি কোন রাসায়নিক বিক্রিয়ায় যদি এসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তবে সেই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে।
উক্ত ২টি বিক্রিয়ার ক্ষেত্রেই HCl(aq) যেটি বিক্রিয়কে এসিড হিসেবে আচরন করে। অন্যদিকে Al(OH)3(aq) ও Mg(OH)2(aq) ক্ষার। যেখানে প্রশমন বিক্রিয়াটি সংগঠিত হয়ে থাকে এই এসিড ও ক্ষার দ্বারা এবং উৎপাদন হিসেবে AlCl3 ও MgCl2 লবন তৈরি করে থাকে। পাশাপাশি ২টি বিক্রিয়াতেই পানি (H2O) তৈরি হয়ে থাকে।
(ঘ) পাকস্থলিতে এসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের জন্য উদ্দীপকের বিক্রিয়া ২টি অর্থাৎ প্রশমন বিক্রিয়ার ভূমিকা অপরিসীম। আমাদের পাকস্থলিতে এসিডিটির সমস্যা হওয়া বলতে বোঝায় HCl এসিড বেশি ক্ষরিত হয়। আর এই হাইড্রোক্লোরিক এসিড HCl আমাদের পাকস্থলিতে অস্বস্থি প্রদান করে। ঠিক তখনই আমরা এন্টাসিড জাতীয় ঔষধ সেবন করে থাকি। এন্টাসিড জাতীয় ঔষদের মূল উপাদান হচ্ছে মৃদু ক্ষার Al (OH)3 ও Mg(OH)2 অথ্যাৎ আমরা আমাদের এসিডটিকে প্রশমিত করতে মৃদু ক্ষার সেবন করি। সেটা পাকস্থলিতে প্রশমন বিক্রিয়া সংগঠিত করে থাকে।
HCl(aq)+Mg(OH)2(aq)®MgCl2(aq)+H2O(l)
HCl(aq)+Al (OH)3)aq)®AlCl3(aq)+H2O(l)
উক্ত বিক্রিয়া ২টি পাকস্থলিতে সংগঠিত হয়ে আমাদের পাকস্থলির এসিডিটির সমস্যাকে প্রশমিত করে আমাদের স্বস্থি প্রদান করে থাকে। তাই পরিশেষে বলা যায় যে, পাকস্থলির এসিডিটি সমস্যা থেকে উত্তরণের জন্য উক্ত প্রশমন বিক্রিয়াটির ভূমিকা অপরিসীম।

সবার আগে নিয়মিত আপডেট পেতে এবং অ্যাসাইনমেন্ট এর সমাধান পেতে আমাদের সাইট টি বুকমার্ক/সেভ করে রাখুন অথবা আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে একটিভ থাকুন।
আমাদের YouTube চ্যানেলে অ্যাসাইনমেন্ট এর সমাধান পেতে ক্লিক করে সাবস্ত্রাইব করুন
আপনি যা খুজতেছেন:
নবম বিজ্ঞান ৬ষ্ট সপ্তাহ এ্যাসাইনমেন্ট,নবম শ্রেণির বিজ্ঞান,৬ষ্ট সপ্তাহ ৯ম শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর,৬ষ্ট সপ্তাহ এ্যাসাইনমেন্ট,Nine 9 Science 6th week assignment,Nine 9 Science 6th week assignment Answer,৬ষ্ট সপ্তাহ এ্যাসাইনমেন্ট উত্তর,9 Science 6th week assignment,৯ম শ্রেণির বিজ্ঞান ৬ষ্ট সপ্তাহ এ্যাসাইনমেন্ট উত্তর,Nine 9 Science 6th week assignment ans,বিজ্ঞান ৬ষ্ট সপ্তাহ এ্যাসাইনমেন্ট